ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 40

আ. লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দিলেও তারা তা বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “তারা আগে যেভাবে সংগঠিত ছিল, এখন তা নেই। প্রতিষ্ঠাবার্ষিকীতেও বড় কোনো জনসমাগম হয়নি। এটি প্রমাণ করে দলটি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।”

জনরোষে পড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনারের প্রসঙ্গে তিনি বলেন, “মব ভায়োলেন্স এখন অনেকটাই কমে এসেছে, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে আমরা সজাগ।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আমরা আশাবাদী। নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না; এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন। সবাই মিলে দায়িত্বশীল আচরণ করলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।”

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভবিষ্যৎ সভাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা অগ্রাধিকার ভিত্তিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ. লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৯:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দিলেও তারা তা বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “তারা আগে যেভাবে সংগঠিত ছিল, এখন তা নেই। প্রতিষ্ঠাবার্ষিকীতেও বড় কোনো জনসমাগম হয়নি। এটি প্রমাণ করে দলটি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।”

জনরোষে পড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনারের প্রসঙ্গে তিনি বলেন, “মব ভায়োলেন্স এখন অনেকটাই কমে এসেছে, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে আমরা সজাগ।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আমরা আশাবাদী। নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না; এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন। সবাই মিলে দায়িত্বশীল আচরণ করলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।”

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভবিষ্যৎ সভাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা অগ্রাধিকার ভিত্তিতে হবে।