আকাশপথে স্বস্তি: ৪ দেশে পুনরায় ফ্লাইট চলাচল শুরু

- আপডেট সময় : ১২:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 32

মধ্যপ্রাচ্যের ইরান-ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনার পর কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। ফলে এসব দেশে বাংলাদেশসহ অন্যান্য দেশের বিমান চলাচল স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানার পরামর্শ দিয়েছে।
এর আগে, ২৩ জুন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছিল।