ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মাস্টারপ্ল্যানের উদ্যোগ

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 31

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, “সেন্টমার্টিনে ধীরে ধীরে প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার হচ্ছে। দ্বীপটিকে রক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান নিয়ে কাজের চিন্তাভাবনা চলছে। এর অংশ হিসেবে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “সেন্টমার্টিন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটিকে বাঁচাতে পারলেই সব ধরনের পরিবেশগত আশঙ্কা দূর হয়ে যাবে।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বায়ুদূষণ, শব্দদূষণ ও নদীদূষণ রোধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। পলিথিন ব্যাগের ব্যবহার নিরুৎসাহিত করতে দেশের শপিং সেন্টারগুলো এখন শতভাগ পলিথিনমুক্ত। তবে কাঁচাবাজারে এখনো ব্যবহার থাকায় সেখানে পরিবর্তন আনতে জনগণের অভ্যাস বদলানো একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আরও জানান, ১৭টি পণ্যকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কটন বাড ও প্লাস্টিক স্ট্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালিত হবে।

মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, “দেশে এখনো যেসব মব জাস্টিসের ঘটনা ঘটছে, তার তীব্র নিন্দা জানাই। এই ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় যে মব জাস্টিস হয়েছে, তা কাম্য নয়। যদি তদন্তে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এর সঙ্গে যুক্ত, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মাস্টারপ্ল্যানের উদ্যোগ

আপডেট সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, “সেন্টমার্টিনে ধীরে ধীরে প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার হচ্ছে। দ্বীপটিকে রক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান নিয়ে কাজের চিন্তাভাবনা চলছে। এর অংশ হিসেবে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “সেন্টমার্টিন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটিকে বাঁচাতে পারলেই সব ধরনের পরিবেশগত আশঙ্কা দূর হয়ে যাবে।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বায়ুদূষণ, শব্দদূষণ ও নদীদূষণ রোধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। পলিথিন ব্যাগের ব্যবহার নিরুৎসাহিত করতে দেশের শপিং সেন্টারগুলো এখন শতভাগ পলিথিনমুক্ত। তবে কাঁচাবাজারে এখনো ব্যবহার থাকায় সেখানে পরিবর্তন আনতে জনগণের অভ্যাস বদলানো একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আরও জানান, ১৭টি পণ্যকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কটন বাড ও প্লাস্টিক স্ট্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালিত হবে।

মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, “দেশে এখনো যেসব মব জাস্টিসের ঘটনা ঘটছে, তার তীব্র নিন্দা জানাই। এই ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় যে মব জাস্টিস হয়েছে, তা কাম্য নয়। যদি তদন্তে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এর সঙ্গে যুক্ত, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”