সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ১

- আপডেট সময় : ০৪:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 34

সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খাল এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় করিম শরীফ বাহিনীর সহযোগী হিসেবে পরিচিত একজনকে আটক করা হয়।
সোমবার (২৩ জুন) সকাল ৬টায় গোপন তথ্যের ভিত্তিতে মোংলা কোস্ট গার্ড বেইসের একটি বিশেষ দল এই অভিযান চালায়। অভিযানে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ মো. সোহেল হোসেন মিঠু (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের একটি কুখ্যাত ডাকাত দলের সঙ্গে যুক্ত। তিনি ডাকাতদের অস্ত্র, গুলি এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতেন।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবন এলাকায় দস্যুতা ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলের জেলে ও সাধারণ মানুষ আগের তুলনায় নিরাপদ বোধ করছেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং বনাঞ্চলকে নিরাপদ রাখতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।