ঢাকার ভোটার হচ্ছেন ডা. জোবাইদা রহমান

- আপডেট সময় : ০৫:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 34

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে ইসির কর্মীরা বাড়ি গিয়ে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষে আগামী বছরের জানুয়ারিতে খসড়া এবং মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলে ভোটার তালিকা আইন সংশোধন করে তা আগে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ছবিসহ ভোটার তালিকা তৈরির উদ্যোগে তারেক ও জোবাইদা বিদেশে থাকায় তারা ভোটার হননি। তবে ২০২৫ সালে ঈদুল আজহার আগে দেশে ফিরে ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন ডা. জোবাইদা। এরপর ৫ জুন তিনি আবার যুক্তরাজ্যে ফিরে যান।