কালিগঞ্জে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার তিন

- আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 44

সাতক্ষীরার কালিগঞ্জে র্যাব-৬ এর দ্রুত অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে নলতা বাজারের সানি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি দোকানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধ পথে ঢাকায় ফেনসিডিল পাঠানোর একটি বড় চালানের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় বস্তাবন্দি অবস্থায় ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রজপাটুলি গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৮), সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), এবং মার্কেটের নৈশপ্রহরী অমল সরকার (৫৫)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাব সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।