আলোকিত সমাজের ছোঁয়ায় জেগে উঠল খেয়াঘাটের স্মৃতিময় ছাউনি

- আপডেট সময় : ০৬:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 82

নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত থানাহাটি গ্রাম—একটি গ্রামীণ জনপদ যেখানে নদী, খেয়াঘাট আর মানুষের আবেগ একসূত্রে গাঁথা। রায়পুরা থানা ২৪টি ইউনিয়নের মধ্যে চরাঞ্চলে অবস্থিত সকল ইউনিয়নের মানুষদের জন্য একসময় যাত্রার একমাত্র মাধ্যম ছিল খসরু খেয়াঘাট। সেই খেয়াঘাটেই ছিল একটি ছোট্ট যাত্রী ছাউনি—যা শুধুমাত্র যাত্রীদের আশ্রয়স্থল ছিল না, বরং ছিল এ গ্রামের শিশু, কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ সবারই প্রিয় সময় কাটানোর একটি আবেগঘন স্থান।
নদীপথ বন্ধ হয়ে যাওয়ায় সেই ছাউনিটি পড়ে থাকে অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায়। তবে এই প্রিয় স্মৃতির স্থানকে ঘিরে আবারও জেগে উঠেছে মানুষের আশা, ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য—যার পেছনে রয়েছে ‘আলোকিত সমাজ নতুন সূচনায়’ নামক একটি সমাজসেবামূলক সংগঠনের মহৎ উদ্যোগ।
এই সংগঠনের সম্মানিত সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আরমান শরীফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই খেয়াঘাট ও যাত্রী ছাউনিটি আমার ও থানাহাটি গ্রামের সকলের শৈশবের স্মৃতি জড়ানো একটি স্থান। এখানে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠে। তাই এই ছাউনিটিকে আবারও প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রামের কিছু তরুণ, আমরা সকলে মিলে নিই।” তাঁর আবেগ থেকেই শুরু হয় পরিবর্তনের যাত্রা।
সংগঠনের উপদেষ্টা পর্ষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনার পর, উপজেলা নির্বাহী অফিসারের নিকট সরকারি অনুমতি গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হয় প্রকল্পের বাস্তবায়ন। বর্তমানে আলোকিত সমাজ নতুন সূচনায় সংগঠনের সার্বিক অর্থায়নে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি যাত্রী ছাউনি। শুধু তাই নয়, এখানে গড়ে তোলা হচ্ছে একটি পাঠাগারও, যাতে করে যুবসমাজের মধ্যে পড়াশোনার আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়।
উপস্থিত সংগঠনের সকল সদস্য, স্থানীয় বাসিন্দা বলেন, “এই ছাউনির পুনরুজ্জীবন যেন আমাদের ছেলেবেলার স্মৃতিগুলোকে ফিরে পাওয়ার মতো। এমন উদ্যোগ আমরা বহুদিন পর দেখলাম। আমাদের এলাকায় এমন একটি পাঠাগার হলে আমরা সন্ধ্যায় পড়তে পারব, বই পড়তে পারব—এটা আমাদের স্বপ্ন ছিল।” এমন মন্তব্য করতে দেখা যায় উপস্থিত সকল ছাত্র তরুণ যুবাদের।
আলোকিত সমাজ নতুন সূচনায়’ সংগঠনটি ইতোমধ্যেই নানা সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করেছে। অসহায় ও দুস্ত , বয়স্কদের সহায়তা, শিশু শিক্ষার প্রসার, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান থেকে শুরু করে সাংস্কৃতিক ও মানবিক কাজেও সংগঠনের অবদান অনস্বীকার্য। এই যাত্রী ছাউনি সংস্কারের মধ্য দিয়ে তারা প্রমাণ করল—যে কোনো ছোট কাজও মানুষের হৃদয়ে বড় দাগ কাটতে পারে।
আজ থানাহাটি গ্রামে নতুন আলো, নতুন স্বপ্ন। মানুষের আবেগ, স্মৃতি আর ভালোবাসার প্রতীক হয়ে আবারও জেগে উঠছে খসরু খেয়াঘাটের ছাউনি। আর এই নবজাগরণের নেতৃত্ব দিচ্ছে ‘আলোকিত সমাজ নতুন সূচনায়’—একটি সংগঠন, যা শুধু সমাজ নয়, মানুষের হৃদয় আলোকিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।