ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় মুখ খুললো সৌদি আরব

- আপডেট সময় : ০২:২১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 60

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে দ্রুত রাজনৈতিক সমাধানের তাগিদও দিয়েছে রিয়াদ।
বিবৃতিতে বলা হয়, “ইরানের ওপর সাম্প্রতিক হামলা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত, আমাদের গভীর উদ্বেগের কারণ। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং উত্তেজনা হ্রাসে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার পক্ষে।”
রিয়াদ আরও বলেছে, চলমান সংকটের মীমাংসায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসে ‘সিচুয়েশন রুমে’ অবস্থান করে পুরো অভিযান তদারকি করেন। সেখানে তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের শীর্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিতে ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তাদের উদ্বিগ্ন চেহারায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
হামলার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরানের সামনে এখন দুটি পথ—শান্তি অথবা ধ্বংস। আমরা আমাদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করবো না।”
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়ে উঠেছে। সৌদি আরবের মতো আরও কয়েকটি দেশ শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যেতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।