যশোরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়

- আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 49

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জাতীয় ঐক্য জরুরি। তিনি সতর্ক করে বলেন, “সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তা হবে আরেকটি ফ্যাসিবাদের পুনর্জন্ম। এমন নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”
শনিবার সকাল ১১টায় যশোর শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামীর আয়োজনে রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা এখনো একটি গ্রহণযোগ্য রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে পারিনি। অতীতের সমাধান হওয়া বিষয়গুলোকে সামনে এনে আবারও জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে, যা আমাদের রুখে দিতে হবে।”
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রুকনরা এই শিবিরে অংশ নেন।
বক্তৃতার শেষ দিকে অধ্যাপক পরওয়ার বলেন, “জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। নির্বাচনের আগে জাতীয় ঐক্য গড়ে তোলা আজ সময়ের দাবি।”
One thought on “সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়”