এলাকায় উত্তেজনা
নরসিংদীতে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু

- আপডেট সময় : ০৬:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 39

নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ছাত্রদল কর্মী ঈসমাইল হোসেন (২৮) মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা আব্দুর রহিম ভূঁইয়া।
নিহত ঈসমাইল হোসেন ঘোড়াশাল পৌরসভার খানেপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
পরিবার জানায়, মরদেহের ময়নাতদন্তসহ প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হলে তাকে গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন হবে।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, “ঈসমাইল আমাদের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যু ছাত্রদলের জন্য গভীর শোকের।”
ঈসমাইলের মৃত্যুর খবরে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘোড়াশাল পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. কলিমুল্লাহ। তিনি বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”
প্রসঙ্গত, গত ১৫ জুন সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকায় বিএনপির একটি শোডাউনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হওয়া সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হন ঈসমাইল হোসেন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আজ তার মৃত্যু হয়।