গাভাস্কার-ইনজি-কোহলির পাশে নাজমুল হোসেন শান্ত

- আপডেট সময় : ০৩:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 60

বাংলাদেশের টেস্ট ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে তিনি তুলে নিয়েছেন অসাধারণ এক অর্জন—এটি শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট, যেখানে তিনি দুই ইনিংসে সেঞ্চুরি করলেন।
এর আগে ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৪ রানের ইনিংস খেলে এমন কীর্তি করেছিলেন তিনি। এবার গলে প্রথম ইনিংসে করেন ১৪৮ রান, দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত রয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
এই ইনিংসের মাধ্যমে শান্ত অধিনায়ক হিসেবে টেস্ট ইতিহাসে মাত্র ১৬তম ব্যাটার হলেন, যিনি এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। উপমহাদেশের দিক দিয়ে দেখা গেলে তিনি মাত্র পঞ্চম অধিনায়ক, যিনি এই কীর্তি গড়েছেন। এ তালিকায় আছেন সুনিল গাভাস্কার, ইনজামাম-উল-হক, বিরাট কোহলি, মিসবাহ-উল-হক এবং ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তর আগে একমাত্র মুমিনুল হকই এক ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছিলেন ১৭৬ ও ১০৫ রান।
শান্তর এই কীর্তি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অনন্য সংযোজন হয়ে থাকবে।