ইসরায়েলই মধ্যপ্রাচ্যের শান্তির পথে প্রধান বাধা: এরদোগান

- আপডেট সময় : ০৫:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 33

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আসন্ন পরমাণু আলোচনা বানচাল করার কৌশল মাত্র। তিনি বলেন, “এই হামলার উদ্দেশ্য ছিল কূটনৈতিক উদ্যোগকে দুর্বল করে দেওয়া।”
শনিবার তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত একটি কূটনৈতিক সম্মেলনে অংশ নিয়ে এরদোগান এ মন্তব্য করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও।
এরদোগান ইসরায়েলের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি সরাসরি ডাকাতি। ইসরায়েল বারবার প্রমাণ করছে যে তারা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা।”
তিনি আরও বলেন, “১৩ জুনের হামলা ছিল শান্তিপূর্ণ আলোচনার পথকে নস্যাৎ করার ঘৃণ্য প্রচেষ্টা। নেতানিয়াহু সরকার রাজনৈতিক স্বার্থে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।”
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এখন তুরস্কে অবস্থান করছেন। তুরস্কে তার সফরের মূল উদ্দেশ্য হলো মুসলিম বিশ্ব এবং আরব নেতাদের সঙ্গে আলোচনা ও সমন্বয় জোরদার করা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানায়, আরাঘচি তার সফরে বলেছেন, “ইসরায়েলের হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনায় আনা হবে। এ হামলা শুধু ইরানের ওপর নয়, গোটা মুসলিম বিশ্বের ওপর আঘাত।”
প্রসঙ্গত, জায়নবাদ বা জায়োনিজম এমন একটি মতবাদ যা ইহুদি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র ইসরায়েল গঠনের পক্ষে অবস্থান নেয়। বর্তমানে যারা ইসরায়েলের নিরাপত্তা, সম্প্রসারণ ও আধিপত্য বজায় রাখতে সচেষ্ট, তাদের সাধারণত ‘জায়োনিস্ট’ বলা হয়ে থাকে।