রায়পুরাতে নদীর বুকে ভেসে এলো একতার সুর
আমরা একসাথে হাঁটি, আমরা থানাহাটি

- আপডেট সময় : ০৭:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 208

আধুনিক সময়ের ব্যস্ততা ও বৈষম্যের ভিড়ে যখন সমাজে একতা ক্রমেই দুর্লভ হয়ে উঠছে, ঠিক তখনই নরসিংদী জেলার রায়পুরা থানার থানাহাটি গ্রাম এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।
“আমরা থানাহাটি, আমরা ঐক্যবদ্ধ”— এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক অসাধারণ নৌকা ভ্রমণ, যেখানে গ্রামের ছাত্র, যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষ একত্রিত হন।
এই আয়োজন ছিল আনন্দঘন, কিন্তু এর গভীরে ছিল একটি শক্ত বার্তা— সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনের আহ্বান। নদীপাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে সবাই মিলে একটি সাজানো-গোছানো বড় নৌকায় দিনভর চলেছে গান, গল্প, স্মৃতিচারণ আর উৎসব।

সাদা ইউনিফর্মে শতাধিক মানুষের সারিবদ্ধ দাঁড়ানো ছিল শুধু একটি ছবি নয়, ছিল একতার প্রতীক। সেই ছবি যেন বলে— “আমরা আলাদা পথের যাত্রী নই, আমরা একসাথে হাঁটি— আমরা থানাহাটি।”
এই ধরনের উদ্যোগ আজকের তরুণ সমাজের জন্য এক আশার আলো। যেখানে বিভাজন নেই, সেখানে জন্ম নেয় সহযোগিতা। এই আয়োজন দেখিয়ে দিয়েছে— গ্রামীণ জীবন শুধু কৃষি নির্ভর নয়, এটি সামাজিক চেতনারও উর্বর ভিটে।
আয়োজকদের বক্তব্যে উঠে এসেছে, তারা চান প্রতিবছর এমন আয়োজন হোক। ভবিষ্যতে এর মাধ্যমে গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা কার্যক্রম কিংবা যুব প্রশিক্ষণের মতো কাজে সবাই একত্রিত হবেন— এটাই তাদের লক্ষ্য