শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ

- আপডেট সময় : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 54

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল (রবিবার) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শনিবার (২১ জুন) দুপুরে কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের একাডেমিক ভবন ও আবাসিক ভবনের অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় কলেজ প্রশাসন তাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে। সমস্যা নিরসনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও উল্লেখ করা হয়।
তবে প্রশাসনের একাধিক নোটিশ এবং বিকল্প আবাসনের ব্যবস্থা সত্ত্বেও শিক্ষার্থীদের অসহযোগিতার কারণে ডা. ফজলে রাব্বি হলের ঝুঁকিপূর্ণ অংশ খালি করা সম্ভব হয়নি, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে কর্তৃপক্ষ।
এ অবস্থায় নতুন ব্যাচ (কে-৮২) ওরিয়েন্টেশন বয়কট করায় একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা চাপে রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সবশেষে, বাংলাদেশ মেডিকেল শিক্ষার্থীদের মান যাচাইয়ের জন্য নির্ধারিত আক্রেডিটেশন কাউন্সিল ভিজিট অন্য মেডিকেল কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থীদের এবং বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।