ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ডাকাতির সময় নিহত ২, আটক ৪ ডাকাত

নিজস্ব প্রতিবদক. গাজীপুর
  • আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 38

শ্রীপুর মডেল থানা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে চলন্ত গাড়িতে ডাকাতির সময় এক অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের একজন মো. আরিফ হোসেন (২২), যিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে এবং ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। অপরজন অটোরিকশাচালক আবুল কালাম (৪০), যিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শফিকুল ইসলাম জানান, তিনি একটি পিকআপযোগে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের কাছে মাজার এলাকায় পৌঁছালে ৬-৭ জনের এক ডাকাতদল তার গাড়ি থামিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সময়ে আশপাশের আরও কিছু যানবাহন থেকে ডাকাতি চালায় তারা।

একপর্যায়ে ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং প্রতিরোধ গড়ে তোলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাবাসীর সহায়তায় চারজন ডাকাতকে আটক করে। ধস্তাধস্তির সময় এক ডাকাত সদস্য গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় অটোরিকশাচালকও আহত হন এবং পরে তিনি মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ঘটনাস্থলে একজন ডাকাত ও একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। চারজন ডাকাতকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে ডাকাতির সময় নিহত ২, আটক ৪ ডাকাত

আপডেট সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

গাজীপুরের শ্রীপুরে চলন্ত গাড়িতে ডাকাতির সময় এক অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের একজন মো. আরিফ হোসেন (২২), যিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে এবং ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। অপরজন অটোরিকশাচালক আবুল কালাম (৪০), যিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শফিকুল ইসলাম জানান, তিনি একটি পিকআপযোগে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের কাছে মাজার এলাকায় পৌঁছালে ৬-৭ জনের এক ডাকাতদল তার গাড়ি থামিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সময়ে আশপাশের আরও কিছু যানবাহন থেকে ডাকাতি চালায় তারা।

একপর্যায়ে ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং প্রতিরোধ গড়ে তোলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাবাসীর সহায়তায় চারজন ডাকাতকে আটক করে। ধস্তাধস্তির সময় এক ডাকাত সদস্য গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় অটোরিকশাচালকও আহত হন এবং পরে তিনি মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ঘটনাস্থলে একজন ডাকাত ও একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। চারজন ডাকাতকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।