মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক ‘ক্যান্সার’ ইসরায়েল: কিম জং উন

- আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 52

ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, যা গোটা মধ্যপ্রাচ্যকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মন্তব্য উদ্ধৃত করে দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে জানায়, ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের বেসামরিক অবকাঠামো, জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেন, “এটি মানবজাতির বিরুদ্ধে ক্ষমাহীন অপরাধ।”
মুখপাত্র আরও বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য এক ধরনের ক্যান্সার। তারা বারবার আগ্রাসন চালিয়ে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করছে। পশ্চিমা দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন এই আগ্রাসনকে আরও উসকে দিচ্ছে।”
উত্তর কোরিয়া এ সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে বলে, “আন্তর্জাতিক সমাজ স্পষ্টভাবে দেখছে—পশ্চিমা শক্তিগুলো কীভাবে ইরানের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত সংকট ডেকে আনতে পারে।”
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও জবাব দিয়েছে উত্তর কোরিয়া। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, উত্তেজনা প্রশমিত না হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই একটি অনিয়ন্ত্রিত বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে।