ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চেক জালিয়াতি মামলায় এনসিপি নেতার কারাদণ্ড

আকাশ মারমা মংসিং, বান্দরবান
  • আপডেট সময় : ০১:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 51

চেক জালিয়াতি মামলায় এনসিপি নেতার কারাদণ্ড

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানে চেক জালিয়াতি মামলায় জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মো. শহিদুর ইসলাম (সোহেল)–এর তিন মাসের কারাদণ্ড এবং সমপরিমাণ টাকা ফেরত দেওয়ার অর্থদণ্ড দিয়েছেন আদালত।

গত সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন বান্দরবানের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী অরুণ বিকাশ তলুকদার।

তিনি জানান, আদালত ২ লাখ ১৮ হাজার টাকার ভুয়া চেক প্রদানের অভিযোগে আসামিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ ফেরতের নির্দেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুর ইসলাম সোহেল পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা। তিনি নবগঠিত এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী হিসেবে পরিচিত।

মামলার এজাহারে বলা হয়, ব্যবসার কথা বলে ২০২৩ সালের শেষ দিকে মো. হারুনুর রশিদের কাছ থেকে আসামি শহিদুর ইসলাম ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন। পরে টাকা ফেরত না দেওয়ায় ২০২৪ সালের ১০ জানুয়ারি এক নালিশি বৈঠকে তিনি অভিযোগকারীকে ইউসিবি ব্যাংকের একটি চেক দেন। তবে সেই চেক তিনবার ব্যাংকে জমা দিলেও প্রতিবারই তা প্রত্যাখ্যাত হয়, কারণ সংশ্লিষ্ট একাউন্টে কোনো অর্থ ছিল না।

এরপর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মো. হারুনুর রশিদ আদালতে চেক জালিয়াতি আইনে মামলা করেন। আদালত শুনানি শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে গত ২৬ মে রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খলিল জানান, টাকা ফেরতের বিষয়ে একাধিকবার আলোচনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত চেক জালিয়াতির অভিযোগে মামলাই একমাত্র আশ্রয় হয়। আদালতের এই রায়ে ন্যায়বিচার হয়েছে বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চেক জালিয়াতি মামলায় এনসিপি নেতার কারাদণ্ড

আপডেট সময় : ০১:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

বান্দরবানে চেক জালিয়াতি মামলায় জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মো. শহিদুর ইসলাম (সোহেল)–এর তিন মাসের কারাদণ্ড এবং সমপরিমাণ টাকা ফেরত দেওয়ার অর্থদণ্ড দিয়েছেন আদালত।

গত সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন বান্দরবানের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী অরুণ বিকাশ তলুকদার।

তিনি জানান, আদালত ২ লাখ ১৮ হাজার টাকার ভুয়া চেক প্রদানের অভিযোগে আসামিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ ফেরতের নির্দেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুর ইসলাম সোহেল পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা। তিনি নবগঠিত এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী হিসেবে পরিচিত।

মামলার এজাহারে বলা হয়, ব্যবসার কথা বলে ২০২৩ সালের শেষ দিকে মো. হারুনুর রশিদের কাছ থেকে আসামি শহিদুর ইসলাম ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন। পরে টাকা ফেরত না দেওয়ায় ২০২৪ সালের ১০ জানুয়ারি এক নালিশি বৈঠকে তিনি অভিযোগকারীকে ইউসিবি ব্যাংকের একটি চেক দেন। তবে সেই চেক তিনবার ব্যাংকে জমা দিলেও প্রতিবারই তা প্রত্যাখ্যাত হয়, কারণ সংশ্লিষ্ট একাউন্টে কোনো অর্থ ছিল না।

এরপর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মো. হারুনুর রশিদ আদালতে চেক জালিয়াতি আইনে মামলা করেন। আদালত শুনানি শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে গত ২৬ মে রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খলিল জানান, টাকা ফেরতের বিষয়ে একাধিকবার আলোচনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত চেক জালিয়াতির অভিযোগে মামলাই একমাত্র আশ্রয় হয়। আদালতের এই রায়ে ন্যায়বিচার হয়েছে বলে তিনি মনে করেন।