ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

মো. মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া
  • আপডেট সময় : ০৯:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 36

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ছাত্রদলের এক সাবেক নেতা, নাহিদুল ইসলাম রুপল (৩২)। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাহিদুল ইসলাম রুপল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুপল মোটরসাইকেলে করে কুমারখালী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লাহিনী বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যায়।

রুপলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়া জেলা বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ শীর্ষস্থানীয় নেতারা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

আপডেট সময় : ০৯:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

কুষ্টিয়ায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ছাত্রদলের এক সাবেক নেতা, নাহিদুল ইসলাম রুপল (৩২)। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাহিদুল ইসলাম রুপল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুপল মোটরসাইকেলে করে কুমারখালী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লাহিনী বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যায়।

রুপলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়া জেলা বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ শীর্ষস্থানীয় নেতারা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।