সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া
- আপডেট সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 33

কুষ্টিয়ায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাব্বির আহমেদ কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার বাসিন্দা, তার বাবার নাম মৃত জাহাঙ্গীর আলী।
স্বজনরা জানান, প্রতিদিনের মতোই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন সাব্বির। রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে ওঠেন তিনি। পরিবারের সদস্যরা তার শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি—সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাপের কামড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কোন প্রজাতির সাপ ছিল, তা শনাক্ত করা সম্ভব হয়নি।