আদালত প্রাঙ্গণ থেকে পালালো হত্যা মামলার আসামি

- আপডেট সময় : ০৫:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 37

রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. শরিফুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, আসামি শরিফুলকে হাজতখানা থেকে আদালতে তোলার সময় তিনি হ্যান্ডকাফ খুলে কৌশলে পালিয়ে যান। ঢাকার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা শরিফুল, জিসান হত্যা মামলার অন্যতম আসামি এবং মামলাটি বর্তমানে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।
আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মো. রিপন জানান, শরিফুল পুলিশ কনস্টেবল শহিদুলকে আঘাত করে পালিয়ে যান। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া ছিল, যা ধাতব কিছু দিয়ে ঢিলা করে খুলে ফেলে সে পালায়।
তিনি আরও জানান, বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হয়েছে এবং আসামিকে ধরতে পুলিশি অভিযান চলছে। শরিফুলের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগে নতুন মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।