সংবাদ শিরোনাম ::
সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 55

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় হাসপাতালে যাবেন।
বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী গুলশানের বাসা থেকে হাসপাতালে রওনা দেবেন খালেদা জিয়া।
এর আগে দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডাম মানসিক ও শারীরিকভাবে সুস্থ রয়েছেন।