ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেবতাখুমে পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

আকাশ মারমা মংসিং, বান্দরবান
  • আপডেট সময় : ১১:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 46

দেবতাখুম

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৮ জুন) রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পার্বত্য এলাকায় নদী, ঝিরি ও ছড়াগুলোর পানির প্রবাহ বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেবতাখুমে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও নিরাপদে থাকতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

দেবতাখুম যেতে হলে ভ্রমণকারীদের প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। এটি বান্দরবান সদর থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত চাঁদের গাড়ি কিংবা অটোরিকশায় কচ্ছপতলি পর্যন্ত গিয়ে সেখান থেকে হেঁটে যাত্রা করতে হয়।

আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানান, ১০ জুন বড় ধরনের একটি দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গিয়েছিল। পাহাড়ি ঢল হঠাৎ ১২ ফুট উচ্চতা নিয়ে নেমে এসেছিল, যা প্রাণঘাতী হতে পারত। তাই সতর্কতা হিসেবে এ সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

বান্দরবান আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এলাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং পাহাড় ধসের আশঙ্কা এখনো বিদ্যমান।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দেবতাখুম পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছিল। এরপর থেকেই এটি ভ্রমণপ্রিয় মানুষদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বিকল্প গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবতাখুমে পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১১:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৮ জুন) রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পার্বত্য এলাকায় নদী, ঝিরি ও ছড়াগুলোর পানির প্রবাহ বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেবতাখুমে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও নিরাপদে থাকতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

দেবতাখুম যেতে হলে ভ্রমণকারীদের প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। এটি বান্দরবান সদর থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত চাঁদের গাড়ি কিংবা অটোরিকশায় কচ্ছপতলি পর্যন্ত গিয়ে সেখান থেকে হেঁটে যাত্রা করতে হয়।

আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানান, ১০ জুন বড় ধরনের একটি দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গিয়েছিল। পাহাড়ি ঢল হঠাৎ ১২ ফুট উচ্চতা নিয়ে নেমে এসেছিল, যা প্রাণঘাতী হতে পারত। তাই সতর্কতা হিসেবে এ সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

বান্দরবান আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এলাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং পাহাড় ধসের আশঙ্কা এখনো বিদ্যমান।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দেবতাখুম পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছিল। এরপর থেকেই এটি ভ্রমণপ্রিয় মানুষদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বিকল্প গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।