পল্টনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতের আপত্তি অযৌক্তিক

- আপডেট সময় : ১১:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 37

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে জামায়াতে ইসলামীর অতিরিক্ত প্রতিক্রিয়া অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয়।
রোববার (১৫ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে আলোচনা একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। এই ধরনের বক্তব্য কেবল ঐক্য প্রক্রিয়াকে দুর্বল করে এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে এখন সময় সকল দলকে নিয়ে ঐক্য গঠনের। ভিন্নমত থাকতেই পারে, তবে সেটা যেন বিভাজনের রূপ না নেয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি জাতিগত ঐক্যমতের সরকার গঠন, যাতে সব পক্ষের মতামত গুরুত্ব পায়।”
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন। বলেন, “তিনি অসুস্থ হলেও তার রাজনৈতিক প্রজ্ঞা ও মনোবল অটুট রয়েছে। বিএনপি তার দিকনির্দেশনায় দেশের পুনর্গঠনে কাজ করে যাচ্ছে।”
উল্লেখ্য, এর আগে শনিবার (১৩ জুন) ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক এবং পরবর্তী যৌথ বিবৃতিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। দলটি দাবি করে, ইউনূসের অবস্থান পক্ষপাতদুষ্ট, যা একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।