তিন পর্যটকের মৃত্যু: জামিন পেলেন ট্যুর এক্সপার্টের বর্ষা

- আপডেট সময় : ১১:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 53

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম আন্ধারমানিক ট্রেইলে তিন পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ফেসবুকভিত্তিক পর্যটন গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলাম জামিন পেয়েছেন।
রবিবার (১৫ জুন) দুপুরে বান্দরবান জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এস. এম. এমরান জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কোর্ট পুলিশের উপপরিদর্শক কামরুল ইসলাম।
ঘটনার বিবরণ অনুযায়ী, ঈদুল ফিতরের আগের রাতে—৮ জুন—বর্ষা ইসলামের নেতৃত্বে ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ বান্দরবানের ক্রিসতং-রুংরাং এলাকায় ট্রেকিংয়ের আয়োজন করে। অভিযানে অংশ নেন ৩৩ জন পর্যটক। ৯ জুন স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যার নেতৃত্বে বর্ষা ইসলাম ১২ জনকে নিয়ে আন্ধারমানিক ট্রেইলে যাত্রা শুরু করেন। অভিজ্ঞতা না থাকায় বাকিদের আলীকদমে রেখে দেওয়া হয়।

১১ জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ প্রবল বর্ষণের ফলে পাহাড়ি ঢল নেমে আসে। এতে ঢাকার তিন পর্যটক—স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরদিন মাতামুহুরী নদী থেকে জুবাইরুলের মরদেহ এবং ১৩ জুন তৈন খালের বটতলী বাজার ঘাট থেকে স্মৃতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্মৃতির বাবা মোহাম্মদ হাবিবুর রহমান দায়ের করা মামলায় অভিযোগ করেন, পর্যাপ্ত নিরাপত্তা না থাকা, অভিজ্ঞ গাইডের অভাব এবং প্রশাসনের পূর্বানুমতি ছাড়া ট্রেকিং আয়োজন করায় বর্ষা ইসলামসহ সংশ্লিষ্টদের অবহেলা এই মৃত্যুর জন্য দায়ী।
যদিও মামলার তদন্ত এখনও চলমান, তবুও আদালত প্রাথমিক শুনানিতে বর্ষা ইসলামের জামিন মঞ্জুর করেন।