আলীকদমে তিন পর্যটকের মৃত্যু: ট্যুর এক্সপার্টের বর্ষা গ্রেপ্তার

- আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 41

বান্দরবানের আলীকদমে তিন পর্যটকের মৃত্যুর ঘটনায় অনলাইনভিত্তিক ভ্রমণ গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) সকাল ১১টার পর আলীকদম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে বর্ষা ইসলাম পুলিশ হেফাজতে ছিলেন। পরে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান তার বিরুদ্ধে মামলা করলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
বর্ষা ইসলাম যশোরের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় বসবাস করেন।
কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ জুন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জনের একটি পর্যটক দল আলীকদমে ট্রেকিংয়ে যায়। তাদের সঙ্গে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান চৌধুরী শুভ এবং স্থানীয় গাইড হিসেবে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। দলটির লক্ষ্য ছিল ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয়।
পর্বতারোহণের পথে দলটি দুইভাগে বিভক্ত হয়ে এগোয়। একটি ২২ জনের দল তৈন খাল পার হওয়ার সময় আকস্মিক পাহাড়ি ঢলে তিনজন ভেসে যান—স্মৃতি আক্তার, শেখ জুবাইরুল ইসলাম ও হাসান চৌধুরী শুভ।
পরদিন ভোরে কানাই মাঝির ঘাট এলাকা থেকে শেখ জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয় এবং শুক্রবার আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আক্তারের মরদেহ পাওয়া যায়। তবে হাসান এখনো নিখোঁজ।
মামলার অভিযোগ
স্মৃতির বাবা হাবিবুর রহমান অভিযোগে বলেন, “অভিজ্ঞ গাইড, প্রশাসনিক অনুমতি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ওই ট্যুর পরিচালনা করা হয়েছিল। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই প্রাণহানির ঘটনা ঘটে।”
মামলায় বর্ষা ইসলাম বৃষ্টিসহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।
প্রশাসনের বক্তব্য
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান জানান, নিহত স্মৃতির মরদেহ বাড়িতে পাঠানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন বলেন, “প্রধান আসামি বর্ষাকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”