‘সিংহের লেজ’ ধরে টেনেছে ইসরায়েল: ইরানের হুঁশিয়ারি

- আপডেট সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / 41

ইরানে সাম্প্রতিক হামলাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পেজেশকিয়ান সরকার। শুক্রবার এক বিবৃতিতে তারা বলেছে, “ইরানে যুদ্ধ শুরু করার মানে হলো সিংহের লেজ ধরে টান দেওয়া—যার পরিণতি ভয়াবহ হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “এই কাপুরুষোচিত হামলা এমন এক সময় ঘটেছে, যখন পারমাণবিক চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা চলমান ছিল। এতে স্পষ্ট হয়েছে—দখলদার শাসকগোষ্ঠী দুর্বল, ভীত এবং বিভ্রান্ত।”
ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়, “গত দুই শতকে আমরা কোনো দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দেইনি। কিন্তু যখন আত্মরক্ষার প্রশ্ন আসে, তখন ইরান কখনও পিছু হটে না এবং ভবিষ্যতেও পিছু হটবে না।”
সরকারি বিবৃতিতে ইসরায়েলকে উদ্দেশ করে বলা হয়, “ইসরায়েলি হামলা আবারও প্রমাণ করল—এই রাষ্ট্রটি অপরাধপ্রবণ ও সন্ত্রাসবাদে লিপ্ত। তারা নিরপরাধ মানুষের ওপর বোমা বর্ষণ করে এবং তারপর দাবি করে—এটি ছিল সরকারের বিরুদ্ধে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”
শেষাংশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “ইসরায়েল কেবল বলপ্রয়োগের ভাষা বোঝে। তাই প্রতিটি শহীদের রক্তের হিসাব নেওয়া হবে—সঠিক সময়, সঠিক জায়গা ও সঠিক উপায়ে।”