ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বিমান বিধ্বস্তে কমপক্ষে ১৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 54

ভারতে বিমান বিধ্বস্তে কমপক্ষে ১৩৩ জন নিহত

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর সংলগ্ন এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর কমপক্ষে ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

বিমানটিতে ছিল ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য, যারা লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করেছিল। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ এর প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় বিধ্বস্ত বিমান থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী এবং জরুরি সেবার দল কাজ করছে। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত করা যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে আলোচনা করেছেন। মোদি দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, তারা ‘তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম’ এবং ‘যুদ্ধকালীন ভিত্তিতে’ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন, “এই বিধ্বংসী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহায়তা প্রদান করা।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে বিমান বিধ্বস্তে কমপক্ষে ১৩৩ জন নিহত

আপডেট সময় : ০৬:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর সংলগ্ন এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর কমপক্ষে ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

বিমানটিতে ছিল ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য, যারা লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করেছিল। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ এর প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় বিধ্বস্ত বিমান থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী এবং জরুরি সেবার দল কাজ করছে। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত করা যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে আলোচনা করেছেন। মোদি দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, তারা ‘তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম’ এবং ‘যুদ্ধকালীন ভিত্তিতে’ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন, “এই বিধ্বংসী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহায়তা প্রদান করা।”