ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

- আপডেট সময় : ০৪:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 55

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ শহরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরের বাইরে মেঘানীনগর এলাকার একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের নির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায়নি।
এনডিটিভি জানায়, কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের পাশের এলাকা থেকে কয়েকজনকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে যেতে দেখা গেছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “যুদ্ধকালীন ভিত্তিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই এক বিবৃতিতে জানান, আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এদিকে, এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন বলেন, “গভীর দুঃখের সঙ্গে নিশ্চিত করছি যে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আজ আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের পথে একটি মর্মান্তিক দুর্ঘটনায় পড়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে—আহত ও ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা।”
বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।