বিমান দুর্ঘটনায় ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই

- আপডেট সময় : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 97

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করা একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৪২ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮।
দুর্ঘটনার শিকার বিমানটিতে ২৩০ জন সাধারণ যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক।
বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাস এলাকায়। এতে আশঙ্কা করা হচ্ছে, বিমানের আরোহীদের পাশাপাশি দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা স্থানীয় বাসিন্দারাও হতাহত হয়েছেন।
আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক বার্তাসংস্থা এপিকে জানান, “বিধ্বস্ত স্থানটি পরিদর্শন করে আমরা বুঝতে পারছি, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। এখন পর্যন্ত কেউ জীবিত আছে বলে মনে হচ্ছে না। এটি একটি আবাসিক এলাকায় পড়েছে, ফলে স্থানীয়দের মাঝেও প্রাণহানির আশঙ্কা রয়েছে। কতজন নিহত হয়েছেন, তা নির্ধারণে আমরা কাজ করছি।”
এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। উদ্ধার অভিযান চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।