বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই

- আপডেট সময় : ০৩:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 57

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো আইনগত বা প্রশাসনিক বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।
পুশ-ইন ইস্যুতে তিনি বলেন, “ভারত থেকে যাদের বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে, তারা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে প্রবেশ করছে না। তাদের অমানবিকভাবে ঠেলে পাঠানো হচ্ছে। বিষয়টি আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি।”
তিনি আরও সতর্ক করে বলেন, “যাদের পুশ-ইন করা হচ্ছে, তাদের সঙ্গে করোনা ভাইরাস আসার ঝুঁকি রয়েছে। এ কারণে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।”
সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং দায়িত্বশীলভাবে চলাফেরা করতে হবে।”