ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১৩ জুন হতে পারে ড.ইউনূস- তারেক রহমান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 28

১৩ জুন হতে পারে ড.ইউনূস- তারেক রহমান বৈঠক

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানা গেছে।

সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। প্রেস উইং সূত্র জানিয়েছে, সফরের শেষ দিন ১৩ জুন তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, “উভয় পক্ষের সম্মতিতে ১৩ জুন এই বৈঠক হতে পারে। তবে এখনও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ হয়নি।”

এর আগে, ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক জানান, এই সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ যুক্তরাজ্য সরকারের সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক ইউনূসকে “কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য মনোনীত করা হয়েছে। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা চার্লসের পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হবে।

এছাড়া ১১ জুন লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ বক্তৃতা দেবেন ড. ইউনূস, যেখানে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরবেন। তিনি কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, ড. ইউনূসের সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানিয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, টিউলিপ চান ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে “ভুল বোঝাবুঝির” অবসান ঘটাতে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, টিউলিপের পাঠানো কোনো চিঠি এখনো অধ্যাপক ইউনূসের হাতে পৌঁছায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৩ জুন হতে পারে ড.ইউনূস- তারেক রহমান বৈঠক

আপডেট সময় : ১২:২১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

চার দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানা গেছে।

সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। প্রেস উইং সূত্র জানিয়েছে, সফরের শেষ দিন ১৩ জুন তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, “উভয় পক্ষের সম্মতিতে ১৩ জুন এই বৈঠক হতে পারে। তবে এখনও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ হয়নি।”

এর আগে, ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক জানান, এই সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ যুক্তরাজ্য সরকারের সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক ইউনূসকে “কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য মনোনীত করা হয়েছে। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা চার্লসের পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হবে।

এছাড়া ১১ জুন লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ বক্তৃতা দেবেন ড. ইউনূস, যেখানে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরবেন। তিনি কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, ড. ইউনূসের সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানিয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, টিউলিপ চান ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে “ভুল বোঝাবুঝির” অবসান ঘটাতে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, টিউলিপের পাঠানো কোনো চিঠি এখনো অধ্যাপক ইউনূসের হাতে পৌঁছায়নি।