কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
শিশু উপদেষ্টাদের অপকর্মে সরকারও কাঠগড়ায় দাঁড়াবে

- আপডেট সময় : ১২:৫৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 35

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “বর্তমান সরকারের উপদেষ্টারা যেসব অপকর্ম করছেন, তার দায় ভবিষ্যতে সরকারকেই নিতে হবে। এসব ‘শিশু উপদেষ্টার’ ভুল সিদ্ধান্ত ও অপরিণামদর্শী কর্মকাণ্ডের জন্য একদিন এ সরকারকেও বিচারের মুখোমুখি হতে হতে পারে।”
সোমবার (৯ জুন) কুমিল্লার মুরাদনগরের পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ নম্বর ধামঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, “উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের অনেকে রাজনৈতিকভাবে অপরিপক্ব—একেবারে শিশুর মতো। কোনো অভিভাবক যদি একটি শিশুর হাতে ছুরি তুলে দেয়, আর সেই ছুরি দিয়ে যদি কেউ খুন হয়, তাহলে কি শুধু শিশুটি দায়ী থাকবে? অভিভাবককেও দায় নিতে হয়। এই সরকারও উপদেষ্টাদের হাতে ক্ষমতার ছুরি তুলে দিয়ে নিজের দায় এড়াতে পারবে না।”
তিনি আরও বলেন, “একদিন এই উপদেষ্টারা এবং তাদের দ্বারা পরিচালিত সব কর্মকাণ্ডের বিচার হবে। সেই বিচারে সরকারও আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে—এই সত্য এখনই উপলব্ধি করা দরকার।”
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্যসচিব এফ তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন এবং উপজেলা যুবদলের সদস্য কাউসারউল্ল্যাহ সাইফি।