ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এলাকায় উত্তেজনা

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশু ও মাদ্রাসাছাত্র 

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা
  • আপডেট সময় : ১২:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 30

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশু ও মাদ্রাসাছাত্র 

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক শিশু ও এক মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৯ জুন) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়ায় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের সমর্থক এবং এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সোহেল গ্রুপ। ঈদের ছুটিতে রাসেল চেয়ারম্যানের বাড়িতে সমর্থকদের জমায়েত হলে সোহেল গ্রুপ তা প্রতিহত করতে সংঘবদ্ধ হয়ে এগিয়ে আসে। একপর্যায়ে শুরু হয় হামলা ও পাল্টা হামলা, যা গোলাগুলিতে রূপ নেয়।

এসময় সোহেল গ্রুপের ছোড়া গুলিতে ৮ বছরের এক শিশু ও ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ হয়। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগেও একই বিরোধের জেরে রাসেল চেয়ারম্যানের ছোট ভাইয়ের স্ত্রী হামলায় নিহত হন বলে জানা গেছে। ফলে এলাকাজুড়ে আগে থেকেই টান টান উত্তেজনা বিরাজ করছিল। আজকের সংঘর্ষের পর তা আরও বেড়েছে।

চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, “সোহেল একাধিক হত্যা ও মাদক মামলার আসামি। তাঁর দলে প্রশিক্ষিত অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে। আমরা বারবার থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ভয়াবহ রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

এদিকে সংঘর্ষের পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এলাকায় উত্তেজনা

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশু ও মাদ্রাসাছাত্র 

আপডেট সময় : ১২:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক শিশু ও এক মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৯ জুন) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়ায় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের সমর্থক এবং এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সোহেল গ্রুপ। ঈদের ছুটিতে রাসেল চেয়ারম্যানের বাড়িতে সমর্থকদের জমায়েত হলে সোহেল গ্রুপ তা প্রতিহত করতে সংঘবদ্ধ হয়ে এগিয়ে আসে। একপর্যায়ে শুরু হয় হামলা ও পাল্টা হামলা, যা গোলাগুলিতে রূপ নেয়।

এসময় সোহেল গ্রুপের ছোড়া গুলিতে ৮ বছরের এক শিশু ও ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ হয়। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগেও একই বিরোধের জেরে রাসেল চেয়ারম্যানের ছোট ভাইয়ের স্ত্রী হামলায় নিহত হন বলে জানা গেছে। ফলে এলাকাজুড়ে আগে থেকেই টান টান উত্তেজনা বিরাজ করছিল। আজকের সংঘর্ষের পর তা আরও বেড়েছে।

চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, “সোহেল একাধিক হত্যা ও মাদক মামলার আসামি। তাঁর দলে প্রশিক্ষিত অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে। আমরা বারবার থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ভয়াবহ রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

এদিকে সংঘর্ষের পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।