এনসিপি নেতা জোবাইরুল আলম মানিক
বাংলাদেশে এনসিপির চেয়ে বড় মাফিয়া নেই

- আপডেট সময় : ১২:৫১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 41

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনীতে দেওয়া বক্তব্যে নিজের দলকে “বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া” বলে আখ্যায়িত করেছেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক।
সোমবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে তিনি বলেন, “আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি—গত ১৬-১৭ বছরে কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটা ছিল একটি রাজনৈতিক বিপ্লব। এখন যদি কেউ বলে আমাদের কাজ শেষ, তাহলে বলব—আমরা যে ১৬ বছরের মাফিয়াকে হটাতে পেরেছি, আমাদের বুদ্ধি দিয়ে যদি কেউ আবার মাফিয়া হতে চায়, আমরা তাদের বলব—এই বাংলাদেশে এখন আমরাই সবচেয়ে বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।”
এ বক্তব্য সরাসরি সম্প্রচার হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, এবং তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
জোবাইরুল বলেন, “যদি কেউ আবার জাবেদ (সাবেক প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে ইঙ্গিত করে) হতে চায়, ভোট কেড়ে নিতে চায়—তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ বা ওয়াসিম আকরামের মতো জীবন দিয়ে হলেও তাদের রুখে দেব।”
তিনি আরও বলেন, “১৮ জুলাই আমরা মাত্র ২০-২৫ জন নিয়ে শাহ আমানত সেতু অবরোধ করেছিলাম। আজ আমাদের সংখ্যা আরও বেশি, প্রস্তুতি আরও পোক্ত। আমরা পারবই।”
“কেউ কেউ যখন আমাদের ‘জুলাই-যোদ্ধা’ বলে ডাকে, তখন আমরা অনুপ্রাণিত হই এবং দায়িত্বও বেড়ে যায়। এখান থেকেই ভবিষ্যতের চেয়ারম্যান, মেম্বার, মেয়র তৈরি হবে,”—বলেন জোবাইরুল।
এম ইউ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম, গণ-অভ্যুত্থানে আহত মো. জাবেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।