ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পেকুয়াতে সালাহউদ্দিন আহমেদ

বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার এখতিয়ার ইউনূস সরকারের নেই

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • আপডেট সময় : ১২:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 38

পেকুয়াতে সালাহউদ্দিন আহমেদ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দর কিংবা রাখাইন করিডর কোনো বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই গ্রহণযোগ্য— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

সোমবার (৯ জুন) সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় সম্পদ নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের। কোনো অনির্বাচিত ও অস্থায়ী প্রশাসনের সেই সাংবিধানিক বা নৈতিক এখতিয়ার নেই।”

তিনি আরও বলেন, “একটি জাতীয় ঐক্যমতের রাজনৈতিক সরকারই কেবল রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। নয়তো তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়। রমজান, পাবলিক পরীক্ষা ও বৈরী আবহাওয়ার কারণে ওই সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না।” তিনি জানান, বিএনপি চায়— দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন যেন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি কক্সবাজার জেলা বিএনপির নতুন কার্যালয় ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রের প্রতীক বিএনপির এই কার্যালয়কে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আগুনে পুড়িয়ে দেওয়া এই কার্যালয়টি আজ নতুন করে গড়ে উঠছে।”

এদিন বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধন শেষে এক জনসমাবেশে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। পরে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। জাতীয় সম্পদ বা কৌশলগত বন্দর ব্যবস্থাপনা নিয়ে কোনো অস্থায়ী প্রশাসনের একক সিদ্ধান্ত কখনোই জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেকুয়াতে সালাহউদ্দিন আহমেদ

বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার এখতিয়ার ইউনূস সরকারের নেই

আপডেট সময় : ১২:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

চট্টগ্রাম বন্দর কিংবা রাখাইন করিডর কোনো বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই গ্রহণযোগ্য— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

সোমবার (৯ জুন) সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় সম্পদ নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের। কোনো অনির্বাচিত ও অস্থায়ী প্রশাসনের সেই সাংবিধানিক বা নৈতিক এখতিয়ার নেই।”

তিনি আরও বলেন, “একটি জাতীয় ঐক্যমতের রাজনৈতিক সরকারই কেবল রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। নয়তো তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়। রমজান, পাবলিক পরীক্ষা ও বৈরী আবহাওয়ার কারণে ওই সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না।” তিনি জানান, বিএনপি চায়— দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন যেন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি কক্সবাজার জেলা বিএনপির নতুন কার্যালয় ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রের প্রতীক বিএনপির এই কার্যালয়কে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আগুনে পুড়িয়ে দেওয়া এই কার্যালয়টি আজ নতুন করে গড়ে উঠছে।”

এদিন বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধন শেষে এক জনসমাবেশে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। পরে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। জাতীয় সম্পদ বা কৌশলগত বন্দর ব্যবস্থাপনা নিয়ে কোনো অস্থায়ী প্রশাসনের একক সিদ্ধান্ত কখনোই জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারে না।”