প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাস করি: মঈন খান

- আপডেট সময় : ১২:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / 32

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, তবে অন্যায়-দুর্নীতি কখনোই মেনে নেব না।”
শনিবার (৭ জুন) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সমাজের প্রত্যেক মানুষ শান্তি ও সুখে থাকে। ইসলামের শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, সাম্য ও সহানুভূতির—যা সমাজকে এক সুতোয় গাঁথে।”
তিনি আরও বলেন, “আমরা ঘোড়াশাল-পলাশে বারবার প্রমাণ করেছি যে, শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি এটাও বলি—অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।