পল্লবীতে মানুষের সঙ্গে আমিনুল হকের ঈদ শুভেচ্ছা বিনিময়

- আপডেট সময় : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / 30

পবিত্র ঈদুল আজহার নামাজ নিজ নির্বাচনী এলাকা পল্লবীতে আদায় করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার (৭ জুন) সকালে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন আমিনুল হক।
এ সময় তিনি বলেন, “ঈদুল আজহা যেমন মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব, তেমনি এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। ইসলাম ধর্মাবলম্বীরা পরিবারের সঙ্গে এ উৎসব উদযাপন করছেন।”
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, “একটি সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়তে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে—ধানের শীষের প্রতিনিধি হিসেবে—সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই; যেখানে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জন্ম নেবে না।”
সকলকে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ—সব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রতিটি সমাজ, প্রতিটি এলাকা এবং সমগ্র বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে পারব।”
তিনি আরও বলেন, “১৭ বছরের আন্দোলনের সফলতা হিসেবে আমরা স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হয়েছি। আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেছি, তবে এখনও পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।”