পরিবারের রান্না করা ঈদের খাবার পাচ্ছেন কারাবন্দিরা

- আপডেট সময় : ১০:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / 34

ঈদুল আজহার দ্বিতীয় দিনে পরিবারের রান্না করা খাবার খেতে পারছেন কারাবন্দিরা। রোববার পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী, রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য তাদের স্বজনরা ঘর থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তল্লাশি শেষে এসব খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বন্দিদের হাতে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্দিদের খাবার পৌঁছানোর প্রক্রিয়া আরও দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীদের পাশাপাশি আশপাশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করছে।
এর আগে, ঈদের প্রথম দিন শনিবার কারাবন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের মৌসুমি ফল, লিচু ও রুহ আফজার শরবত দিয়ে আপ্যায়ন করে কারা কর্তৃপক্ষ। শিশু দর্শনার্থীদের জন্য দেওয়া হয় ললিপপ, ক্যান্ডি ও চিপস।
এই উদ্যোগকে মানবিক ও সহানুভূতিশীল বলে অভিহিত করেছেন অনেক দর্শনার্থী। সংশ্লিষ্টরা জানান, এমন ব্যতিক্রমী ব্যবস্থায় ঈদের দিনটিতে বন্দিদের মাঝে আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে পেরেছে কারা কর্তৃপক্ষ।