কোভিডে আক্রান্ত হয়ে আবারও মাঠের বাইরে নেইমার

- আপডেট সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / 36

ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের জন্য আরেক দুঃসংবাদ—কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন দেশটির সুপারস্টার নেইমার জুনিয়র। তার বর্তমান ক্লাব সান্তোস জানিয়েছে, অসুস্থতা অনুভবের পর পরীক্ষা করালে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
সান্তোসের মেডিকেল বিভাগ এক বিবৃতিতে জানায়, গত ৫ জুন (বৃহস্পতিবার) নেইমারের ভাইরাল উপসর্গ দেখা দিলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। এরপর থেকেই তিনি ক্লাব কার্যক্রম থেকে বিরত থেকে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নেইমার জুনিয়রের স্বাস্থ্যগত উপসর্গ দেখা দেওয়ায় বৃহস্পতিবার পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ আসায়, তাকে ঘরে বিশ্রামে পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’
২০২৩ সালে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে চোট ও ফিটনেস সমস্যার কারণে তিনি নিয়মিত মাঠে ফিরতে পারেননি। এখন পর্যন্ত সান্তোসের হয়ে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ আবারও ছিটকে গেলেন করোনা সংক্রমণের কারণে।
তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে, নেইমার ফোর্টালেজার বিপক্ষে ম্যাচে শাস্তির কারণে খেলতে পারতেন না। সেই ম্যাচটি শেষ হয়েছে শুক্রবার। ক্লাব বিশ্বকাপের বিরতিতে সান্তোসের পরবর্তী ম্যাচ এক মাস পর, প্রতিপক্ষ পালমেইরাস। ফলে এই সময়ের মধ্যেই নেইমারের সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা আছে।
তবু প্রশ্ন থেকে যাচ্ছে—এই ধারাবাহিক অনুপস্থিতি কি নেইমারের ক্যারিয়ারের শেষধাপে ইঙ্গিত দিচ্ছে? যদিও সান্তোস এবং তার ভক্তরা এখনো আশাবাদী, দ্রুত সেরে উঠে নেইমার আবারও মাঠে ফিরবেন এবং দেখাবেন নিজের চেনা রূপ।