ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হজের খুতবা বাংলায় শুনবেন যেভাবে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 47

হজের খুতবা বাংলা ভাষায় শুনবেন যেভাবে

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ পবিত্র আরাফাতের দিন। সারা বিশ্বের ১৫ লাখের বেশি হাজি হজের মূল কার্যক্রম পালন করতে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। লাখ লাখ হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিচ্ছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের খুতবা অনুবাদ সম্প্রচার করা হচ্ছে।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী বিভাগের অধীনে এবার বাংলাসহ ৩৪টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১২টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৩টায় হজের খুতবা শুরু হয়।

এ বছর আরবি ছাড়াও আরও ৩৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভাষাগুলো হলো: আরবি, উর্দু, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়ান, ফারসি, হাউসা, চায়নিজ, রাশিয়ান, বাংলা, তুর্কি, মালয় (বাহাসা মেলায়ু), স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, জার্মান, ফিলিপিনো, আমহারিক (ইথিওপিয়া), বসনিয়ান, হিন্দি, ডাচ, থাই, মালায়লাম, সোয়াহিলি, পশতু, তামিল, আজারবাইজানীয়, সুইডিশ, উজবেক, আলবেনীয়, ফুলানি (ফুলা), সোমালি, রোহিঙ্গা ও ইয়োরুবা।

এ বছর ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান। তিনি ছাড়াও অনুবাদ কার্যক্রমে আরও রয়েছেন আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

বাংলা ভাষায় হজের খুতবার লাইভ অনুবাদ শোনা যাবে। এ জন্য যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (manaratalharamain) ওয়েবসাইটে প্রবেশ করে বাংলা ভাষা নির্বাচন করতে হবে। আর ইউটিউব চ্যানেল টিউব সারমন (https://www.youtube.com/¦tubesermon) থেকেও লাইভ বাংলা অনুবাদ শোনা যাবে।

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, ১৪৩৯ হিজরি মোতাবেক ২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু পাঁচটি ভাষায় তা সম্প্রচার করা হয়।

পরে ২০২০ সাল থেকে বাংলা ভাষায় অনুবাদ শুরু হয়। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হজের খুতবা বাংলায় শুনবেন যেভাবে

আপডেট সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

আজ পবিত্র আরাফাতের দিন। সারা বিশ্বের ১৫ লাখের বেশি হাজি হজের মূল কার্যক্রম পালন করতে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। লাখ লাখ হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিচ্ছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের খুতবা অনুবাদ সম্প্রচার করা হচ্ছে।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী বিভাগের অধীনে এবার বাংলাসহ ৩৪টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১২টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৩টায় হজের খুতবা শুরু হয়।

এ বছর আরবি ছাড়াও আরও ৩৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভাষাগুলো হলো: আরবি, উর্দু, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়ান, ফারসি, হাউসা, চায়নিজ, রাশিয়ান, বাংলা, তুর্কি, মালয় (বাহাসা মেলায়ু), স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, জার্মান, ফিলিপিনো, আমহারিক (ইথিওপিয়া), বসনিয়ান, হিন্দি, ডাচ, থাই, মালায়লাম, সোয়াহিলি, পশতু, তামিল, আজারবাইজানীয়, সুইডিশ, উজবেক, আলবেনীয়, ফুলানি (ফুলা), সোমালি, রোহিঙ্গা ও ইয়োরুবা।

এ বছর ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান। তিনি ছাড়াও অনুবাদ কার্যক্রমে আরও রয়েছেন আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

বাংলা ভাষায় হজের খুতবার লাইভ অনুবাদ শোনা যাবে। এ জন্য যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (manaratalharamain) ওয়েবসাইটে প্রবেশ করে বাংলা ভাষা নির্বাচন করতে হবে। আর ইউটিউব চ্যানেল টিউব সারমন (https://www.youtube.com/¦tubesermon) থেকেও লাইভ বাংলা অনুবাদ শোনা যাবে।

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, ১৪৩৯ হিজরি মোতাবেক ২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু পাঁচটি ভাষায় তা সম্প্রচার করা হয়।

পরে ২০২০ সাল থেকে বাংলা ভাষায় অনুবাদ শুরু হয়। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে।