লন্ডনের পথে ডা. জোবাইদা রহমান

- আপডেট সময় : ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 33

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এক মাসের সফর শেষে আজ (৫ জুন) সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ১০টা ৫৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, “ডা. জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। বিমানে উঠেই তিনি ম্যাডাম খালেদা জিয়ার কথা বলেছেন এবং সকলের কাছে তার সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া চেয়েছেন।”
সকালেই রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে যাত্রা করেন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নূর উদ্দিন আহাম্মেদ অপু, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, মনোয়ারুল কাদির বিটুসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, গতকাল রাতে তিনি ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ গিয়ে মায়ের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। উল্লেখ্য, এক-এগারোর সময় কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হন তারেক রহমান, যিনি পরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর স্ত্রী ও কন্যাসহ তিনজনই লন্ডনে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে এবং ফেরার পথে প্রশাসনিক বাধার অভিযোগও রয়েছে।