মানবিক সহায়তার ছোঁয়ায় দীঘিনালায় গ্রাম প্রতিরক্ষা দল

- আপডেট সময় : ১২:১৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 53

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ভাতাভোগী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অল্প ভাতাভোগী এই সদস্যরা সংস্থারটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে অনেকের চোখে আনন্দের জল গড়িয়েছে।
বুধবার (৪ জুন) দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপহার তুলে দেন দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মাহফুজা খানম।
মহাপরিচালকের পক্ষ থেকে প্রেরিত ৭২০ জন ভিডিপি সদস্যের হাতে পৌঁছে দেওয়া এই আনন্দ। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সুজি, লাচ্চা সেমাই, লাড্ডু, চিনি, তেল ও দুধ। এই সহায়তা বিশেষ করে যারা ঈদ উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে পারেন না, তাদের জন্য এক বড় উপহার হিসেবে কাজ করেছে।
মাহফুজা খানম জানান, “ আনসার ভিডিপি প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা আন্তরিকতার সঙ্গে এসব উপহার পৌঁছে দিচ্ছি, যেন ঈদে কেউ খালি হাতে না থাকে।”
স্থানীয় আনসার মহিলা কমান্ডার রিতা বড়ুয়া, দলনেত্রী চম্পা চাকমা ও অন্যান্য ইউনিয়নের কমান্ডাররা সহযোগিতা করেছেন এই মানবিক কাজে।
এই উদ্যোগের মাধ্যমে দূরবর্তী এলাকায় থাকা দরিদ্র ও অসহায় সদস্যদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পেরে সবাইকে গভীর কৃতজ্ঞতা জানানো হয়। এক্ষেত্রে মানবিক সহানুভূতি ও একতা স্পষ্ট হয় দীঘিনালার প্রতিটি কোণে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা নিজের সামর্থ্যের বাইরে থেকেও পাশে দাঁড়িয়েছেন, তাদের এই প্রচেষ্টা দীঘিনালার সমাজে উষ্ণতার আলো জ্বালিয়েছে