গরুর দাম কমার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০৪:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 40

কোরবানির গরুর দাম কমার পেছনে দুর্নীতিবাজদের অনুপস্থিতি একটি বড় কারণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর মতে, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বাজারে অনিয়ন্ত্রিত অর্থের প্রবাহ কমে গেছে, যার ফলে কোরবানির পশুর চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে এবং দামও তুলনামূলকভাবে কমেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় হাটের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।
তিনি বলেন, “এখন বাজারে আগের মতো কালো টাকার ছড়াছড়ি নেই। সরবরাহও বেশি। ফলে পশুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। মানুষ কিছুটা কষ্টে থাকলেও বাজারে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই।”
হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতা ও সেবাকর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার কাছে আসেনি। তবে কেউ অভিযোগ করলে সেটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।”
তিনি আরও জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক বিভাগ প্রস্তুত রয়েছে। সাধারণ জনগণ সহযোগিতা করলে যাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।