ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করাই লক্ষ্য: আলী রীয়াজ

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 48

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করাই লক্ষ্য: আলী রীয়াজ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলমান সংলাপের ভিত্তিতে এমন একটি জাতীয় সনদ তৈরি করাই তাদের লক্ষ্য, যা অংশগ্রহণকারী দলগুলোর সম্মতিক্রমেই গৃহীত হবে। তিনি বলেন, “সব প্রস্তাবে শতভাগ একমত হওয়া না গেলেও, আমাদের কিছু সিদ্ধান্তে উপনীত হতেই হবে। সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চাই।”

মঙ্গলবার রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়।

আলী রীয়াজ আরও বলেন, “জাতীয় সনদে কোন প্রস্তাব অন্তর্ভুক্ত হবে আর কোনটি হবে না, সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। যেসব প্রস্তাব ঐকমত্যে পৌঁছায়নি, সেগুলোকেও আলাদা করে উল্লেখ করা হবে, যেন ভবিষ্যতে তা আলোচনার ভিত্তি হিসেবে কাজে লাগে।”

তিনি জানান, প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে আলোচনা না করে সম্মিলিত সংলাপের পথ বেছে নেওয়া হয়েছে, যেন পারস্পরিক যুক্তি ও মতবিনিময়ের মাধ্যমে গঠনমূলক পরিবর্তন সম্ভব হয়।

“আমরা এমন কিছু মূল ক্ষেত্র চিহ্নিত করতে চাই, যেখানে ন্যূনতম রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা সম্ভব,”—বলেন আলী রীয়াজ। তিনি আরও বলেন, “প্রত্যেক দল তাদের নিজ নিজ অবস্থান, ইশতেহার ও রাজনৈতিক অঙ্গীকার অক্ষুণ্ণ রাখবে। তবে কেউ অতিরিক্ত কোনো প্রস্তাব যোগ করতে চাইলে, তার সুযোগও থাকবে।”

এই সংলাপের দ্বিতীয় পর্যায়ের মূল উদ্দেশ্যই হচ্ছে—জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি যৌথ সনদ তৈরি করা।

সংলাপে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করাই লক্ষ্য: আলী রীয়াজ

আপডেট সময় : ০২:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলমান সংলাপের ভিত্তিতে এমন একটি জাতীয় সনদ তৈরি করাই তাদের লক্ষ্য, যা অংশগ্রহণকারী দলগুলোর সম্মতিক্রমেই গৃহীত হবে। তিনি বলেন, “সব প্রস্তাবে শতভাগ একমত হওয়া না গেলেও, আমাদের কিছু সিদ্ধান্তে উপনীত হতেই হবে। সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চাই।”

মঙ্গলবার রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়।

আলী রীয়াজ আরও বলেন, “জাতীয় সনদে কোন প্রস্তাব অন্তর্ভুক্ত হবে আর কোনটি হবে না, সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। যেসব প্রস্তাব ঐকমত্যে পৌঁছায়নি, সেগুলোকেও আলাদা করে উল্লেখ করা হবে, যেন ভবিষ্যতে তা আলোচনার ভিত্তি হিসেবে কাজে লাগে।”

তিনি জানান, প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে আলোচনা না করে সম্মিলিত সংলাপের পথ বেছে নেওয়া হয়েছে, যেন পারস্পরিক যুক্তি ও মতবিনিময়ের মাধ্যমে গঠনমূলক পরিবর্তন সম্ভব হয়।

“আমরা এমন কিছু মূল ক্ষেত্র চিহ্নিত করতে চাই, যেখানে ন্যূনতম রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা সম্ভব,”—বলেন আলী রীয়াজ। তিনি আরও বলেন, “প্রত্যেক দল তাদের নিজ নিজ অবস্থান, ইশতেহার ও রাজনৈতিক অঙ্গীকার অক্ষুণ্ণ রাখবে। তবে কেউ অতিরিক্ত কোনো প্রস্তাব যোগ করতে চাইলে, তার সুযোগও থাকবে।”

এই সংলাপের দ্বিতীয় পর্যায়ের মূল উদ্দেশ্যই হচ্ছে—জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি যৌথ সনদ তৈরি করা।

সংলাপে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।