হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার

- আপডেট সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 50

ব্রাজিলিয়ান লিগে রোববার (১ জুন) বোতাফোগোর বিরুদ্ধে খেলায় নেইমার আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন। এবার ইনজুরির বদলে আলোচনার কারণ হলো ‘হাত দিয়ে গোল’ করা।
৭৬ মিনিটে নেইমার গোল করেন, কিন্তু পরে প্রতিপক্ষের অভিযোগ ও ভিডিও রিপ্লের মাধ্যমে দেখা যায় তিনি বলটি হাত দিয়ে জালে পাঠিয়েছেন। এই কারণে রেফারি তার দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ডের মাধ্যমে তাকে মাঠ থেকে বের করে দেন।
নেইমার সান্তোসের হয়ে খেলছিলেন, যিনি ম্যাচের প্রথমার্ধেই একটি ফাউলের জন্য প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন। লাল কার্ড পাওয়ার পর সান্তোস দশ জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয় এবং ৮৬তম মিনিটে বোতাফোগো গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
এই ফলাফলে সান্তোস ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনের ১৮তম অবস্থানে অবস্থান করছে, আর বোতাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।