পর্তুগালে বাংলাদেশি নারী উদ্যেক্তাদের জমজমাট ঈদ মেলা

- আপডেট সময় : ১০:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 68

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী নারী উদ্যোক্তাদের জমজমাট ঈদ মেলা। রোববার ( ১ জুন) সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘দিজাজ রেস্টুরেন্ট’-এর হলরুমে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রবাসী নারী উদ্যোক্তাদের প্রায় ২০টি স্টল বসে। দেশীয় পোশাক, প্রাকৃতিক রঙের শাড়ি, ছোটদের পোশাক, টিপ, গয়নাসহ ঈদের প্রস্তুতি হিসেবে মেয়েদের মেকআপ, সাজসজ্জা ও মেহেদির ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।
‘শখের হাঁড়ি’ অনলাইন শপের স্বত্বাধিকারী ও প্রবাসী নারী উদ্যোক্তা রুনা আক্তার রিপা বলেন, “প্রথমবারের মতো পর্তুগালে আমরা এই মেলায় সহযোগী হিসেবে ছিলাম। অল্প সময়ের প্রচারে এতটা সাড়া পাব, ভাবিনি। সত্যি খুব ভালো লাগছে এই বিশাল উপস্থিতি ও নারী উদ্যোক্তাদের বেচাকেনা দেখে। প্রতিটি স্টলেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।”

মেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যাক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি লায়ন আবুল হাসানাত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মিনহাজ , কমিউনিটি নেতা মুকিতুর রহমান চৌধুরী সেলিম,কাজ দো বাংলাদেশের রনি হোসাইন ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি শহীদুর রহমান শহীদ ,ব্যবসায়ী শামসুজ্জামান জামান ,আজমল আহমদ,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ ,বর্তমান সিনিয়র সহ সভাপতি এস,এম আজাদ ,গ্লোবাল জালালাবাদের সেক্রেটারী মাসুম আহমদ ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ,অর্থ সম্পাদক নুরুজ্জামান সেলিম, বৃহত্তর বরিশাল এসোসিয়েশন অব পর্তুগালের স্বপনীল নিশান, কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের সিনিয়র সহ সভাপতি এনামুল হক ,চাঁদপুর এসোসিয়েশন অব পর্তুগালের ডাল্টন জহির,কাজা দো বাংলাদেশের ইকবাল আহমদ কাঞ্চন ,শাহিন আহমদ ,হাফিজ আল আসাদ ,শহীদ আহমদ (প্রিন্স),ইসমাইল আহমদ (নাহিদ), বিশিষ্ট সাংবাদিক নিজামুর রহমান টিপু, আশরাফ আহমদ,আবুল বাশার প্রমুখ।

কাজা দো বাংলাদেশ এর আয়োজনে পর্তুগাল বাংলা প্রেসক্লাব মিডিয়া পার্টনার এবং পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন পর্তুগাল ,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ,কুমিল্লাহ উত্তর কমিউনিটি অব পর্তুগাল ,বৃহত্তর বরিশাল এসোসিয়েশন অব পর্তুগাল ,পর্তুগাল সাহিত্য সংসদ ,গ্রীন সিলেট ট্রাভেল এন্ড মানি ট্রান্সফার ,মোরারিয়া বিজনেস ফোরাম ,ফাস্ট সলিউশন একাউন্ট্যান্ট এন্ড ল’সার্ভিস,গোল্ডেন গ্রেইনস এগ্রো এন্ড ট্যুরিজম ,চাঁদপুর কমিউনিটি অব পর্তুগাল ,শখের হাঁড়ি (অনলাইন শপ),দিজাজ রেষ্টুরেন্ট ,ওয়েলকাম বাংলাদেশ ,ওয়াল্স দে পর্তুগাল (ল্যাঙ্গুয়েজ স্কুল ) এই ১৫ টি সংগঠনের সার্বিক সহযোগিতায় মেলা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় কণ্ঠশিল্পী কাজী মাইনুল ও কন্ঠশিল্পী শামসুল ইসলামের শ্রুতিমধুর গানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই মেলা।