সালাহউদ্দিন আহমেদ
নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর নেওয়া উচিত নয়

- আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 42

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর নেওয়া উচিত নয়। তিনি বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো এক মাসের মধ্যেই বাস্তবায়নযোগ্য এবং তা করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই।
সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
সালাহউদ্দিন বলেন, “আমরা মনে করি, জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চিহ্নিত করে দ্রুত বাস্তবায়ন করলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। সংবিধান সংশোধন ছাড়া যেসব সংস্কারে রাজনৈতিক ঐকমত্য রয়েছে, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমেই বাস্তবায়নযোগ্য।”
তিনি আরও বলেন, “আজকের বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং নিরপেক্ষভাবে জাতির প্রত্যাশার প্রতীক হিসেবে কাজ করবেন।”
আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য গঠনের বিষয়ে তিনি বলেন, “সব বিষয়ে একমত হওয়া কঠিন হলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য সম্ভব। এ জন্য ধারাবাহিক আলোচনার প্রয়োজন রয়েছে।”
বৈঠকে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আলোচনার জন্য মোট ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।