দ্রুত নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আশাবাদী জামায়াত

- আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 42

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি নির্বাচন কমিশনের (ইসি) ইতিবাচক মনোভাব রয়েছে বলে দাবি করেছে দলটি। আজ সোমবার (২ জুন) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন আগের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই আলোকে আমরা নির্বাচন কমিশনের ছয়জন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছি। কমিশনের পক্ষ থেকে আমরা ইতিবাচক বার্তা পেয়েছি। আশা করছি, খুব দ্রুতই বিষয়টি কার্যকর হবে। দেশবাসীও এটি নিয়ে আগ্রহে অপেক্ষা করছে।”
আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পরই জামায়াতের প্রতিনিধি দল আইনজীবীদের সঙ্গে নিয়ে কমিশনে দেখা করে। কমিশন জানায়, রায়ের কপি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসির সচিব। জামায়াতের পক্ষে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী শিশির মনির।