ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত

- আপডেট সময় : ১০:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 45

আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষপাতী না হলেও তারা চান নির্বাচন যেন বিতর্কের বাইরে থেকে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়।
সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াত প্রতিনিধি দলের প্রধান ডা. তাহের।
তিনি বলেন, “আমরা বৈঠকে বলেছি, সংস্কার কার্যক্রম জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে এবং তারপর জুলাই সনদে সব দল স্বাক্ষর করবে। প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমরা তাকে বলেছি—মে-জুনে বর্ষা, রমজান ও বিভিন্ন পরীক্ষার সময় হওয়ায় নির্বাচন করা ঝুঁকিপূর্ণ। তাই ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে ভালো হয়।”
ডা. তাহের আরও বলেন, “যাই হোক, প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ দিন, সেটাই আমাদের প্রত্যাশা। তাহলে মানুষের মধ্যে আর অনিশ্চয়তা বা আতঙ্ক থাকবে না।”
তিনি জানান, বৈঠকে প্রবাসী ভোটারদের বিষয়টিও তুলেছে জামায়াত। “দেশের বাইরে প্রায় ১ কোটি ১০ লাখ ভোটার রয়েছে, কিন্তু কমিশনের পক্ষ থেকে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই, চাই স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। এর জন্য প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, নির্বাচনকে উৎসবমুখর করতে হবে এবং আগেভাগেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।”
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এএইচএম হামিদুর রহমান আজাদ।