সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া
- আপডেট সময় : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 45

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরের একটি বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) সকালে বাহাদুরপুরের মসলেমপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতেম আলী নামের এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, “সেনাবাহিনীর সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করেছেন। আমরা অস্ত্রগুলো গ্রহণ করেছি এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”